গত ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার বিকাল ৪ ঘটিকা হতে সন্ধ্যা ৭.৪৫ ঘটিকা পর্যন্ত সময়ে ৩৩৮/১ আহম্মদ নগর, পাইকপাড়া, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলা কবিতা ডট কম কবিদের মত বিনিময় সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন কবি মোঃ মোস্তাফিজুর রহমান। সভার আলোচ্য সূচি ছিলো-
১। বাংলা কবিতা আসর আড্ডা নিয়মিত অনুষ্ঠান সম্পর্কে আলোচনা;
২। আলোর মিছিল সাহিত্যপত্র প্রকাশ সম্পর্কিত আলোচনা;
৩। বাংলা কবিতার ব্যানারে আন্তর্জাতিক কবিতা উৎসব উদযাপন সম্পর্কিত আলোচনা; এবং
৪। বিবিধ।


সভায় উপস্থিত কবিবৃন্দ:
১। জনাব অনিরুদ্ধ বুলবুল
২। জনাব কবীর হুমায়ূন
৩। জনাব মোঃ মোস্তাফিজুর রহমান
৪। জনাব মুহাম্মদ মনিরুজ্জামান
৫। জনাব মোঃ জামশেদুল আলম
৬। জনাব উত্তম চক্রবর্তী
৭। জনাব হুমায়ূন কবীর
৮। বেগম রুনা লায়লা
৯। জনাব মোজাম্মেল হোসেন
১০। জনাব মোঃ সোহাগ আহাম্মেদ (চাঁছাছোলা)।


কবি অনিরুদ্ধ বুলবুল আলোচ্য সূচি অনুসারে আলোচনার সূত্রপাত করেন। আলোচনার সূত্র ধরে উপস্থিত কবিগণ নিজ নিজ মতামত ব্যক্ত করেন। বাংলা কবিতার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ভার্চুয়াল জগতের পাশাপাশি ভিজুয়াল জগতে কবিদের মেলবন্ধন সৃষ্টির প্রতি সবাই গুরুত্বারোপ করেন এবং নিয়মিত আসর আড্ডা অনুষ্ঠানের প্রতি সমর্থন ব্যক্ত করেন। অত্যন্ত খোলামেলা ও সৌহার্দপূর্ণ দীর্ঘ আলোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ সর্বসম্মতভাবে গৃহীত হয়-


১। আগামী ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার বাংলা কবিতার আসর আড্ডা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের স্থান এবং সময় নির্ধারণপূর্বক পাতায় বিজ্ঞপ্তি পোস্ট দিবেন কবি কবীর হুমায়ূন।


২। আলোর মিছিল সাহিত্যপত্র প্রকাশ সম্পর্তি বিষয়ে পরবর্তী আসরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


৩। বাংলা কবিতার ব্যানারে আন্তর্জাতিক কবিতা উৎসব অনুষ্ঠান বিষয়ে মাননীয় এডমিনের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কবিতা পাঠের আসর। শেষ পর্যন্ত উপস্থিত সকল কবিই স্বরচিত কবিতা পাঠ করে একটি প্রাণবন্ত সুন্দর সন্ধ্যা উপহার দেন।


পরিশেষে সভার সভাপতি উপস্থিত সকলকে বাংলা কবিতার অগ্রযাত্রা অব্যাহত রাখাতে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
১৯-৮-২০১৯