(স্কুল ছাত্র রিফাতের সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে শোকাহত হৃদয়ে)


রূপ-রস-সুগন্ধের
বিলাসী ইঙিতবাহী
যে ফুল ফোটার
আগেই কুঁড়িতে
ঝরে যায়
সে ফুলের রক্তাক্ত হৃদয়
কেউ তো দেখে না
কেউ নেয় না খবর,
ফুলশূন্য সে বৃক্ষের
দেখে না অন্তর দহন।
ফুলের বিপ্লুত স্বপ্নে
বিভোর মধুপ
গুণগুণ স্বরে
করে যে বিলাপ
সেই বিলাপের ধ্বনি
স্বপ্ন ভঙের সে হাহাকার
কারো কানে তো পশে না।
সবাই যে যার মতো ব্যস্ত।
সমস্ত ফুলের বাগান উজাড়
হয়ে গেলে, সব কুঁড়ি
ঝরে গেলে
অসময়ে দানবীয়
দুর্গন্ধে পৃথিবী ভরে গেলে
কারো যে নিস্তার নেই
অস্তিত্বের
সংকট প্রকট হবে।


হে মানুষ, জেগে ওঠো
বাঁচাও ফুলসমেত
সবুজ বনানী।
তোমাদের ভুলে
অকালে দিও না
ঝরে যেতে
সম্ভাবনার নতুন কুঁড়ি।
২৪-১২-২০১৮