কেন এত বিরহ সখি
কেন এত যাতনা
ফুলের ফাগুনে আগুনে পোড়ে
হৃদয়ের এষনা।
চৈতের খরায় ফেটে চৌচির
বুকের মাটি হা করে আছে মুখ
ভালোবাসার শীতল বারী
পেতে সে আজ উন্মুখ।
কেন বারে বারে
জীবন হারায় পথের দিশা
দুচোখের তারায় ঘনায় কেন
ঘন ঘোর অমানিশা?
কেন যাবে বৃথা ফাগুনের সাজ
কেন বাজে কানে বিরহ কোলাজ
কেন সে দিলো না পরায়ে
পুষ্প পরাগ তাজ?
কী ছিলো আমার ভুল
আমার শাখে কেন
ফুটালো না ফুল বসন্ত রাগে
তারি কথা তবু কেন
থেকে থেকে আজ
আমার হৃদয়ে জাগে?
বলো সখি তারে ডাকি
‘ভাঙো ঘুম মেলো আঁখি
দুয়ারে যে এসেছে আজ
রঙের ফাগুন’
তার পলাশ ঠোঁটের পরশে
নিভে যাক মোর মনেরো আগুন।
১৩-২-২০১৯