কেউবা বলেন আল্লাহ আছেন
সাত আসমানের উপরে
কেউবা বলেন খোদার আসন
মোমিন বান্দার অন্তরে।
কোরান বলে আল্লাহর আসন
গগন ভুবন জুড়ে
গ্রীবা ধমনীর নিকটে তিনি
নয়তো বেশি দূরে।
এতো কাছে তবু  মোরা
দেখতে পাই না তারে
বলেন তিনি আমায় দেখ
সৃষ্টি জগতের ভিতরে।
সৃষ্টির মাঝে স্রষ্টাকে চেনার
রয়েছে বহু নিদর্শন
জিকিরের দ্বারা করো দিল সাফ
খোলে দেখ হৃদয়ের দর্পন।
ইমানের সাথে সৎকাজ করে
সত্য যে বলে সদা
সবরকারীর সাথে আছেন
অসীম দয়ালু খোদা।
সকাল সন্ধ্যায় কর তাঁর গুণগান
ফজরে পড়ো কুরআন
সালাতে সবরে চাইলে কাছে
পাশে রবে দয়াময় রহমান।
একলা বসে গভীর ধ্যানে
ভাবি আমি সংগোপনে
খোদার বসত কোন গগনে
আছেন তিনি কাছে কিংবা দূরে
সত্যি দেখি তিনি আছেন
সৃষ্টি জগত জুড়ে।
তিনি আছেন ফুলের বাসে
ঘন সবুজ বৃক্ষ ঘাসে
তারে দেখি পাখির গানে
সরল কোমল শিশুর প্রাণে
আকাশ ভরা তারায় তারায়
মিষ্টি জলের ঝরনা ধারায়
অরুণ আলোয় মেঘের কণায়
রঙ ধনুর রং শস্য দানায়
আছেন তিনি মিশে
এত কিছু দেখেও বান্দা
স্রষ্টা ভুলে মজে আছে কিসে;
খোদার রহমত নাজ নেয়ামত
কেমন করে ভুল
স্রষ্টাকে যে দেখতে চাও
চর্ম চক্ষু বন্ধ করে অন্তর্চক্ষু খোল।
স্রষ্টা মহান সর্বশক্তিমান
বান্দা হয়রান তাঁকে খুঁজে
স্রষ্টাকে দেখো আরশে আসীন
সকল সৃষ্টির মাঝে।