বল এসেছে দল বেঁধে খাইতে দুপুরের খানা
যত পারে তত খাবে করবে না কেউ মানা।
তারা হইল ভিআইপি স্টাফ আমি ব্যাঙের ছানা
সব সুবিধা তাদের জন্য আমার জন্য না।
ছোট্ট একটা চাকরী করি অল্প টাকা মায়না
টেনেটুনে কদিন চলে পুরো মাস আর যায় না।
রোগ চিকিৎসায় লাগে টাকা নইলে বাঁচা যায় না
আরও আছে ছেলেমেয়ের হরেক রকম বায়না।
স্ত্রী শোনায় আল্টিমেটাম দিতে হবে শাড়ী
নইলে আমি চলে যাব কাল-ই বাপের বাড়ি।
মোটা কাপড় তিনবেলা ভাত আর তো কিছু চাই না
তাও জুটে না টানাটানি প্রাণে যে আর সয় না।
নিত্য অভাব পিত্ত জ্বলে কাটবে কত কাল
বাসন কোসন ভাঙে দুখান মিটায় মনের ঝাল।
যাব যাব করে তবুও যায় না অবশেষে
এই সংসারে পড়ে থাকে আমায় ভালোবেসে।
বাড়বে বেতন যতই বলি মানতে চায় না মোটে
শুনছি এমন সারা জীবন ভেঙচি কাটে ঠোঁটে।
বেতন বাড়ার আগেই আবার বাজার বেড়ে যায়
বেতন বাড়লেও আয় বাড়ে না করি কি যে হায়!
মুখ বুঝে সব সহ্য করি ফিরবে কবে দিন
বউকে দিব গয়না শাড়ী মিটাব সবার ঋণ।
আশায় আশায় দিন কেটে যায় কাটে না দুর্দিন
দিনে দিনে বাড়ছে দেনা বাড়ছে শুধু ঋণ।