সেদিন ফেসবুকে দেখি রামপাল নিয়ে প্রতিবাদ লেখাখি
ছবিতে বসেছে বানরের সভা বুড়ো বানরের হাতে
একখানি কাগজ চোখের সন্মুখে মেলা পড়ার ভঙ্গিতে
বোকা সোকা অশিক্ষিত জংলী আরেক বানরের প্রশ্ন
এমন মনোযোগ দিয়ে সাত সকালে কি পড়িশ?
বুড়ো বানর চুপ চিন্তায় মশগুল জবাব নাই কোন
খানিক পরে আর্তস্বরে বলে ভাইসব শোন
রামপালে হবে বিদ্যুত কেন্দ্র সুন্দরবনের ধারে
বৃটিশ গেছে প্রতিবেশি চেপেছে বাংলাদেশের ঘাড়ে
এটা কোন সুখবর নয় নয় কোন খুশির জিনিস
এটা আজন্ম স্বপ্নের সুন্দরবন ছাড়ার নোটিশ।
নদী বাঁচাও বন বাঁচাও পরিবেশ বাঁচাও
চারদিকে শুধু বাঁচাও বাঁচাও চিতকার
সুন্দরবন ধ্বংস করে দেশের স্বার্থ ক্ষুণ্ন করে
রামপাল বিদ্যুত কেন্দ্র কেড়ে নিবে
সুন্দরবনে আমাদের বসবাসের অধিকার।
এসো বনের সবাই মিলে সমস্বরে চিতকার করি
সুন্দরবন বাঁচাও, বাংলাদেশ বাঁচাও, আমাদেরও বাঁচতে দাও
দেশের স্বার্থ সংরক্ষণ করো লোভী বেনিয়া হটাও।
বনের পশুদের আর্ত চিতকার কিছু মানুষের মনে ধরে
পরদিন সকালে টিভি ফুটেজে দেখি সজ্জিত
ফেস্টুন ব্যানারে সহস্র মানুষের মিছিল
প্রতিবাদ লিপি নিয়ে যায় প্রধানমন্ত্রীর দপ্তরে।
মাঝ পথে বাধা টিয়ার শেলের ঝাঁঝাঁলো ধূঁয়া
নাকাল মানুষ ছুটছে বেহুশ খেয়ে পুলিশের ধাওয়া।
আনু ভাই একা পাশে নাই কেহ মুকিত বাবুরাও
রহস্যজনক চুপ করে আছে নীরবে চেয়ে দেখি
‘পরিবেশ বাঁচাও’ স্লোগান কি তাহলে শুধুই মেকি?
মেকি স্লোগান নাকি তুফান বিপ্লবী প্রতিবাদ
বাঁচতে হলে রুখতে হবে দেশ বিরোধী সকল চুক্তি
এক হয়ে ষোল কোটি মানুষের বত্রিশ কোটি হাত।
উন্নয়ন চাই ধ্বংস চাই না চাই নিরাপদ পরিবেশ
দেশের স্বার্থ চাই আগে চাই সমৃদ্ধ সবুজ বাংলাদেশ।