শরতের রাত মায়াবী চাঁদ
জোছনার আলো তারা শত শত
শান্ত সমীরণ চাঁদের কিরণ
সেতো তোমারই রূপের মতো।
লাজুক জোছনা উঁকি দেয়
খেজুর পাতার নেকাবের ফাঁকে
ঝলমলে চোখে সলাজ হাসে
তোমাকে দেখে মেঘের আড়ালে ঢাকে।
শিউলি বকুল টগর গোলাপ
পিঠে দুলানো চুলের বেনী
মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলায় রত
হঠাত আলোর ঝিলিক সেতো
তোমারই রঙিন ঠোঁটের মিষ্টি হাসির মতো।
নূপুরের ধ্বনি কাঁচের চুড়ি
বৃষ্টির ছন্দ সঙ্গীত রিনিঝিনি
বাতাসে কান পেতে সোনালী ধান ক্ষেতে
সেতো তোমারই কণ্ঠ শুনি।
তুমি কোথায় নেই প্রকৃতির কোলে
আমার হৃদয় মন্দিরে ভিতরে বাহিরে
দুচোখ মেলে যেদিকে দেখি বিস্ময়
দৃষ্টিতে ভাসমান তুমি ছাড়া সবই মেকি।
ঘুমহীন রাতজাগা পোড়া চোখে
তোমাকে দেখি শতরূপে হে শতরূপা
সঙ্গোপনে ভাবনায় লীলারত কামিনী
লাজুক জোছনার মতো অপরূপা অমিতা।