মধুময় স্মৃতিময় যাই বলিনা কেন
প্রজন্মের এই মধুর বন্ধন বাছা ছুটে না যায় যেন।
বাবা-মায়ের ঋণ কোনদিন শোধ নাহি হবে
বুঝবে সেদিন যেদিন নাকি তুমিও মা হবে।
বাবা-মায়ের কাঁধে রেখে নির্ভরতার হাত
নির্ভাবনায় কাটিয়েছি কত দিবস রাত।
বাবা মা ছাড়ল যেদিন এই পৃথিবীর মায়া
সেদিন আমি হারিয়েছি বটবৃক্ষের ছায়া।
মুখ খুলিয়া চায় না কিছু তারা তোমার কাছে
সন্তানের কষ্ট হয় এই ভাবনা পাছে।
হাজার কষ্ট সইবে তারা পুষে রেখে বুকে
কলিজাটাও দিতে পারে যেন সন্তান থাকে সুখে।
বাবা-মায়ের স্নেহের বাঁধন যেয়োনাকো ছিড়ে
তাঁরা তোমায় চিনে নিবে লাখ জনতার ভিড়ে।
পিতার তুষ্টে খোদা তুষ্ট আল কুরআনে বলে
নবীর হাদীস অমর বাণী জান্নাত মায়ের চরণ তলে।
বৃদ্ধ হলে তুমি তাদের করো না অবহেলা
তোমার কাঁধে বাবামায়ের ঋণ আছে যে মেলা।
ঋণের বোঝা মাথায় নিয়ে গেলে কবরে
জবাব কিবা দিবে তুমি রোজ হাশরে।
বেঁচে থাকতে বাবামাকে করতে পারলে খুশি
পরজনমে হবে তুমি সুখের জান্নাতবাসী।
তোমরা যারা এই জনমে পেয়েছ বাবা মাকে
একটু খবর নিও তাদের হাজার কাজের ফাঁকে।