তোমার আমার প্রথম দেখা ভয় জড়তা হৃদয়ের কম্পন
আজও শুনি বুকের ভিতর চলছে
সেই থেকে জ্বালাময়ী প্রেমের অগ্নিশিখা বুকের ভিতর জ্বলছে।


বিশ্বাস না হয় হৃদয়ের অণ্ধ গলিতে আলো জ্বেলে দেখে নাও
অবুঝ হৃদয় আজও করে ছট ফট
নেশার পেয়ালায় অতৃপ্তির চুমুক পোড়া মন তোমার কথাই বলছে।


প্রেমেরে কাঁটা হৃদয়ে ফুটে রক্ত ঝরে বুকে জমাট বেঁধে ফুল হয়
তোমার দেয়া প্রতিটি আঘাত রক্ত গোলাপ
সুবাসিত কাননে আমার জীবনে সঞ্জীবনী সুধা লাগে মধুময়।


জ্বালাময়ী প্রেমে জীবন জ্বলে অংগার হদয় হয় আরও খাঁটি
পোড়া দেহে বিশুদ্ধ লোবানের গন্ধ ছড়ায়
সকল যাতনা নিমিষে লুটায় গায়ে মেখে মমতার পলিমাটি।


এ জীবন শুধু জ্বলবে বলেই দিন রাত অগ্নিবৃষ্টি ঝরে বুকে
সুখের তৃষ্ণায় বুক ফেটে যায়
তবুও আশায় থাকি তোমাকে নিয়ে কেটে যাবে দিন পরম সুখে।


অকারণ ভুল বুঝে ভুল করে আজ চলে গেছ বহু দূরে অনাদরে
অবহেলায় জীবন চলে যায় বেখবর
সুধাময় প্রেম ক্ষুধার জ্বালা বাড়ায় নেশার পেয়ালা রক্তে গেছে ভরে।


২৮-৮-২০১৬