অস্তগামী রবি মস্ত বড়
দেখতে বেজায় লাল
বলছে ডেকে যাচ্ছি আজি
দেখা হবে কাল।


পূব আকাশে উঠব আবার
ফুটবে দিনের আলো
নিঝুম রাতি ঘুম পাড়াবে
থাকো সবাই ভালো।


আঁধার দেখে করিসনে ভয়
হউকনা যত কালো
আবার আমি আসব ফিরে
ভুবন করে আলো।


মুয়াজ্জিনের কণ্ঠে যখন
বাজবে মধুর সুর
রাত্রি শেষে দেখবে আবার
নতুন আলোর ভোর।


নতুন দিনের স্বপ্ন নিয়ে
আসব আমি ফিরে
এমনি করে দাঁড়িয়ে থেকো
উবদাখালীর তীরে।