তোমার জীবনে যখন আসে আলোর ভোর
আমার জীবনে আসে তখন আঁধার রাত,
আমার দুচোখে যখন নামে কালো আঁধার
তোমার দুচোখে তখন দেখো পূর্ণিমার চাঁদ।


আমি যখন ডুবে যাই হতাশার সাগরে
তোমার হৃদয় তখন মিলনের সুখে হাসে,
তোমার জীবনে যখন আসে প্রেম
আমার হৃদয় তখন পুড়ে বিরহ বিষে।


তুমি যদি মধুমতি হও আমি হই প্রমত্তা গড়াই
আমার বুকে ভাঙ্গনের খেলা চলে তোমার বুকে জমে চর,
আমার বুকের ঘরবাড়ি জলে ভাসে
তোমার বুকে গড়ে ওঠে নতুন খেলাঘর।


চলছে জীবন তোমার আমার ভেসে বিপরীত স্রোতে
আমি যদি চলি সোজা তুমি চলো উল্টো পথে,
স্বপ্ন দেখি তোমাকে ছোঁব, জীবন কাটাব একসাথে
একই পথে হাটবো সমান্তরাল হাত রেখে হাতে।


স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, যায় না তোমাকে ধরা
তোমার জীবনে বৃষ্টি নামে আমার জীবনে লাগে খরা,
বিপরীত জীবন তোমার আমার এমনি যাবে বয়ে
যেমন বয়ে যায় একটি নদীর দুটি বিপরীত ধারা।


২-১০-২০১৬