খুব সকালে দিঘির জলে
স্নান, শুদ্ধি অবগাহন
দেখতে যাবো দুর্গা দেবী
সিংহ তাহার বাহন।


স্বর্গ থেকে মর্তে নেমে
অসুর নিধন করে
সব অনাচার দূর করে যে
সুরের পৃথ্থি গড়ে।


দুর্গা দেখে অবাক চোখে
মাকে মনে পড়ে
মা কেবল মাটির প্রতিমা নয়
মা আছেন সবার ঘরে।


সন্তান লালন, স্বামীর যতন
সারা জনম ভরে
দু’হাত ভরে বিলায় মমতা
শান্তি সবার তরে।


দশ হাতে যে মা সোনার সংসার
রাখেন যতন করে
ভক্তি প্রণাম সে মায়েকে
দিয়ো উজাড় করে।


সবার আগে জাগেন যে মা
সবার শেষে ঘুম
আগে তাহার আরাধনা
তাহার পায়ে ভক্তিচুম।


যে মায়ের ত্যাগের কারণে
দেখছ সুন্দর এই ভুবন
সে মায়ের পূজা করো আগে
অন্তরে সাজায়ে তাঁর আসন।
৯-১০-২০১৬


শুভ বিজয়া