তুমি কি সমুদ্র হবে?
আমি ডুব দিব তোমার অতল নীলে;
মনের সুখে কাটবো সাঁতার
লবণ পোড়া গহীন জলে।


তুমি কি পাখি হবে?
আমি থাকবো তোমার পাতার নীড়ে;
ইচ্ছে হলেই উড়াল দেবো
তোমার পাখায় ভর করে।


তুমি কি চাঁদ হবে?
আমি জোছনা মাখাবো গায়;
রাত জেগে আদর নেবো
উন্মাতাল ভালোবসায়।


তুমি কি বাতাস হবে ?
আমার বুকের কোঠরে দিব ঠাঁই;
উষ্ণ রোদে প্রাণ জুড়াবো
যার পরশে শান্তি পাই।


তুমি কি বৃষ্টি হবে ?
তোমার জলের আদরে ভিজাবে অনুক্ষণ;
শ্রাবণের মেঘে হৃদয়ের অনুরাগে
শীতলতায় ভরাবে তনুমন।


তুমি কি রঙধনু হবে?
সাত রঙে রাঙাবো জীবন;
মনের অন্ধ গলিতে রঙতুলিতে
আঁকবো স্বপ্ন রঙিন ভুবন।


তুমি কি ফুল হবে?
আমি তার সুবাস নেবো প্রাণ ভরে;
তোমাকে দিয়েই সাজাবো অর্ঘ‌্য
আমার মনের মন্দিরে।


তুমি কি স্বপ্ন হবে ?
আমার দু’চোখে ভেসে রবে নিশিদিন;
কল্পলোকের গল্প হয়ে
আমি তোমাতেই হবো বিলীন।


তুমি কি সময় হবে ?
অপেক্ষার প্রহর গোনে কাঁদবে না হৃদয়;
কালের স্রোতে ভাসাবো জীবন
তোমার গর্ভে নিবো আশ্রয়।


তুমি কি তাই হবে, আমি যাহা চাই?
তুমি কি কাছে রবে ? এমন কাছে;
হাত বাড়ালেই যেন তোমাকে পাই।


১৮-১০-২০১৬