তোমার মূল‌্য কেউ বুঝে না
সোনার চেয়ে দামী,
তোমার কান্না কেউ দেখে না
শুধু দেখি আমি।


কাহার প্রেমে হও উদাসী
জলে ভাসাও চোখ,
মনের কথা আমি জানি
জানাই তোমায় শোক।


তোমার আমার জীবন সেতো
একই সূতায় গাঁথা,
কানটি ধরে টানলে তোমার
আমার আসে মাথা।


তোমার চোখে নামে যখন
আঁধার ঘেরা রাত,
আমি দেখাই আলোর ভুবন
টেনে ধরে হাত।


তোমার হাতে হাত রাখিয়া
আপন মনে হাটি,
যাই চলে যাই দূর সীমানায়
যেথায় আকাশ ছুয়েছে মাটি।


তুমি আমার জীবন প্রদীপ
পূর্ণিমা চাঁদ তুল‌্য
কেউ না বুঝুক আমি বুঝি
তোমার কত মূল‌্য।


৬-১০-২০১৬