তেপান্তরের মাঠ পেরিয়ে ছোট্ট সবুজ গাঁয়
আমার মন যে ছুটে যায়, আমার ছোট্ট গাঁয়।
যেথায় পখির গানে সণ্ধ‌্যা নামে চাঁদের জোছনায়
সেথায় মন যে ছুটে যায়, আমার ছোট্ট গাঁয়।


যেথায় রাতের তারা প্রদীপ জ্বেলে
পাহারা দেয় আঁধার হলে
মাঝির গানে ঝিঝির ডাকে হৃদয় ভরে যায়
সেথায় মন যে ছুটে যায়, আমার ছোট্ট গাঁয়।
মাথা রেখে মায়ের কোলে, ঘুমপাড়ানি গল্প শুনে
দুচোখ ভরে ঘুম আসে আর প্রাণ জুড়িয়ে য়ায়
সেথায় মন যে ছুটে যায়, আমার ছোট্ট গাঁয়।


আমার গাঁয়ের ফুলের বনে, ভ্রমর উড়ে গানে গানে
সকাল সন্ধ‌্যা আকুল হয়ে আমায় ডেকে যায়
সেথায় মন যে ছুটে যায়, আমার ছোট্ট গাঁয়।
শাপলা শালুক ঝিলের জলে, সুখে নাচে অঙ্গ দুলে
যেথায় স্বপ্ন ঘেরা সবুজ মাঠে বাতাস নেচে যায়
সেথায় মন যে ছুটে যায়, আমার ছোট্ট গাঁয়।


যেথায় নারীর মতো নদীগুলো ঢেউ খেলিয়া যায়
মমতারই পলি মাটি জড়িয়ে থাকে পায়
সেথায় মন যে ছুটে যায়, আমার ছোট্ট সবুজ গাঁয়।
লতা পাতা জড়িয়ে রাখে পরম মমতায়
সেথায় মন যে ছুটে যায়, আমার ছোট্ট সবুজ গাঁয়।


২৪-১০-২০১৬