একটুখানি সুখ, আশা এক বুক
একটুখানি প্রেম, একটু ভালোবাসা;
পাওয়ার তরে ঘুরেছি দ্বারে দ্বারে,
কোথাও পাইনি; পৃথিবীর পথে
হেঁটেছি বহুদূর জীবনের সাথে
সন্ধি করে; বন্দি খাঁচায় প্রাণপাখি
করে ছটফট, ডানা মেলে আকাশে
ঊড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়।


অবশেষে তোমার দেখা পেলাম অবেলায়
তোমার মাঝে করি সুখ সন্ধান
তোমার বুকে বহতা নদীর চঞ্চল ঢেউ
পূর্ণিমা চাঁদের আকর্ষণে আসে সুখের প্লাবণ;
আমার তৃষিত বুকে কষ্টে শ্রাবণ
ভাটার টানে ভেসে যাই তোমার
বহতা নদীর গভীরতম স্থানে, প্রেমের টানে
করি অবগাহন সুখ সন্ধানে;
এতোকাল ছিল অজানা, সুখের ঠিকানা
পেয়েছি আজ, যে সুখ পৃথিবীর কোথাও নেই
সে সুখের নদীতে এখন ইচ্ছে করেই
যখন তখন নেমে খেয়ালী ডুব দেই।


২৬-১০-২০১৬