মনের আকাশে আজ মেঘ জমেছে কালো
হৃদয়ের সাদা ক‌্যানভাসে পড়েনি রঙের আঁচড়;
রঙধনুও মেঘের সাথে করে না লুকোচুরি খেলা
হলুদ বসন্ত তাপদাহে পুড়ে হয়েছে ফিকে;
শিমুল পলাশের রঙে পড়েছে বিরহী ভাটা
প্রজাপতির রঙিন ডানায় স্বপ্ন লুকায়।


ফড়িংয়ের নীল রঙ চোখে যখন আবার
স্বপ্ন দেখি বাসন্তি রঙে মন রাঙাবার
তখন দখিণা মলয় ধীরবেগে বয়;
কানে কানে শুনায় দুঃস্বপ্নের বাণী
ক্ষণিক বাদেই উঠবে কালবোশেখী ঝড়।
ঝড় বাদলের আঁধার রাতে জীবনের খেয়া
যাতে ডুবে না যায় তৈরি থেকো।


হতাশার অন্ধকারে আশার প্রদীপ জ্বলে নিভু নিভু
সব শেষ ভরসা দয়াময় প্রভু; প্রার্থনা তাঁর তরে
আরেকটি নতুন বসন্তের কাছে যেতে আমি উন্মুখ;
পঁয়তাল্লিশ বসন্ত দেখেছি আমি এই বাংলার পরে
দেখার তৃষ্ণা আজও মিটেনি দুচোখ ভরে;
হে রূপের কারিগর, বাংলার রূপ দেখে নিতে
জীবনের খেয়া পৌঁছে দিও সেই নতুন বসন্তের ঘরে।


১৩-১১-২০১৬