আমার বুকের জমিন ফেটে চৌচির
মনের আকাশে ভীষণ খরা
হৃদয় অরণ‌্যে রোদের তাণ্ডব
সর্বনাশা দাবানলে পুড়ছে ধরা।


আমার আঁখি তৃষ্ণা কাতর
তোমাকে দেখার তরে পাগল
আমার উষর বুকে নেমে এসো একবার
অন্তরে প্লাবিত হোক শীতল জল।


আমার জীবনে তুমি হয়ে যাও আজ
এক পশলা বৃষ্টির ছোঁয়া
বুকের প্রান্তরে প্রশান্তি নামুক
ঝড়ো বেগে আসুক শীতল হাওয়া।


বৃষ্টির ফোটায় ভিজে যাক পোড়া দেহ
ভিজে যাক চোখের পাতা
স্নিগ্ধ বর্ষণে হর্ষ আসুক প্রাণে
ভেসে যাক কবিতার বিবর্ণ খাতা।


তবুও তুমি আরেকবার এসো
এই তীব্র তৃষ্ণা চিরতরে মিটে যাক
তোমার পরশে প্রণয়ের সুর বাজুক প্রাণে
আমার নিস্তেজ প্রেম নতুন জীবন ফিরে পাক।


জীবন ফিরে আসুক নিবিড় আলিঙ্গনে
প্রাণহীন দেহে ওঠুক কালবৈশাখী ঝড়
আমার সত্তা খরকুটো হয়ে ঊড়ে যাক
হাতের তালুতে পড়ে থাক রাঙা অধর।


শুধু আমাকে ভেবে এসো আরবার
জলের আদর আমাকে দিয়ে যেও
মনের খরাকালে লিখলাম পত্র
তোমার সময় হলে পড়ে নিও।


২৮-১১-২০১৬