নেড়ে কচি হাত ভুলে জাতপাত
নাড়িতেছে হাত পাখা
মমতা জড়ানো গরম তাড়ানো
এইবুঝি মোর প্রাণ সখা।


বলিলাম থেমে তুমিও গিয়াছ ঘেমে
এবার একটু থামো
বাবার কথা বলোনা আমাকে
তুমি যেটুকু জানো।


দুঃখের কথা মনে বড় ব্যথা
কী আর বলিব আহারে
ইয়া বড় হাতি বুকে মেরে লাথি
মারিয়া ফেলিল তাহারে।


আমি যখন এইটুকু তখন
বাবা গিয়েছিল পাহাড়ে
এসে বুনো হাতি মারে জোরে লাথি
কী যে হিংস্র ছিল বাবারে!


নিঃশ্বাস ঘন আবেগ প্রবণ
ভিজিয়া উঠিল আঁখি
মুছে নোনাজল চোখ টলমল
আঁচলে ঢাকিয়া রাখি।


বলিলাম পরী আমি ভেরি সরি
তব প্রাণে ব্যথা দিলাম আহারে
না না ও কিছু না বল তুমি
কেন এলে পাহাড়ে।


কোথা হতে এলে, বলিয়া চলে-
কিবা নাম তোমার
কিছুই জানি না জানা দরকার
আমাকে বলো রাজকুমার।


শোন তবে বলি ঘটনা খুলি
নাম আমার মুনির
যার মানে আলো দূর করে কালো
রেখেছেন এক পীর।


বাড়ি চান্দুয়াইল দূরে দশ মাইল
উব্দাখালি যেথা গেছে বয়ে
তথা হতে দেখি চেয়ে পাহাড়ের চূড়া ছুঁয়ে
দিগন্তে নীল আকাশ রয়েছে নুয়ে।


দেখেছি এতকাল সকাল বিকাল
‘পাহাড় ঘুমায় আকাশে হেলান দিয়া’
দেখিব এবার রূপসী পাহাড়
তাহার নিকটে গিয়া।


জাগে অভিলাষ মনে বার মাস
সময় যে পাইনি কভু
অনেক পরে জানি না কি করে
আজকে সময় দিয়াছেন প্রভু।


করি খাওয়া শেষ বলি অবশেষ
চলো দেখাবে তোমাদের পাড়া,
একটু জিরোয় রোদ পড়ে আসুক
এখনই কিসের তাড়া।


রোদেলা বিকেলে সূর্যটা গেছে হেলে
রোদের তেজ গেছে কমে
পাখির কুজনে আমরা দুজনে
মেঠোপথে চলেছি একটু বামে।


ওই যে দূরে আছে মাথা উঁচু করে
ওটা আবু তাহেরের টিলা
দেখো সমতলে আলো ঝলমলে
ওটা তার আপন ভিলা।


ওই যে ওপারে যতদূর চোখ পড়ে
সেটা ভারত, এখানে হয়েছে শেষ
এপারে দাঁড়িয়ে আমি ও তুমি
এটা প্রাণের বাংলাদেশ।


পাহাড়ের বুক চিরে দেখ বয়ে গেছে দূরে
ওটা গণেশ্বরের ধারা
ওই যে ওখানে একটু উজানে
শেষে হাজং পাড়া।


দেখো তারপর ছোট ছোট ঘর
ঐটা লেংগুরা বাজার
বিডিআর ক্যাম্প ছেড়ে, একটু ভিতরে
দেখো সাত শহিদের মাজার।


এখানে নীরবে গৌরবে সৌরভে
ঘুমিয়ে আছেন বীর মুক্তিসেনা
নীরবে দাঁড়াও শ্রদ্ধা জানাও
সাবধান ঘুম ভাঙাবে না।


তারা বীর তারা হাম্বীর
তারা অমর জাতির শ্রেষ্ঠ সন্তান
দেশের তরে প্রাণ দান করে
তারা হয়েছেন চির অম্লান।


ঐটা মমিনের টিলা; ন্যাড়া, মাথাছিলা
বৃক্ষ কাটিয়া করেছে উজার,
কৃত্রিম বন করিলা সৃজন
আগের রূপ নাই আর।


টিলা সারি সারি তার উপরে বাড়ি
সবুজ বৃক্ষে ঘেরা
ঝর্ণার জল বহে কলকল
অপরূপ মনোহরা।


বাংলার রূপ হয়ে নিশ্চুপ
উপভোগ করি প্রাণ ভরে
গর্বিত আমি জন্মেছি এ দেশে
ধন্যবাদ দেই বিধাতারে।


দেখে রূপ তার মনের দুয়ার
খুলে ডানা মেলি আকাশে
স্বপ্নে বিভোর রূপে ভরপুর
পরীর মুখটা চোখে ভাসে।... (চলবে)