আমি ৮ই ফাল্গুন
জ্বলেছিল আগুন
আমার বুকে, মস্তিষ্কে।
আমার অস্তিত্ব কেড়ে নিতে
জারি হয়েছিল রাজ ফরমান।
আমি মাথানত করিনি
বরং হুংকার দিয়ে
প্রতিবাদের ঝড় তুলেছি
আমার ভাষায়, আমার স্বকীয়তায়।
আমার বুকের সবটুকু রক্ত ঢেলে
রাঙিয়েছি এদেশের পলাশ শিমুল
রক্ত জবার শরীর,
গোধূলি আকাশের গায়ে মেখেছি আবীর।
কালের স্রোতে আমাকে ভুলে
আমারই রক্তমাখা গায়ে লিখে দিলে
একুশে ফেব্রুয়ারি।
মাতৃভাষার জন‌্য জীবনদানকারী
শহিদের স্মরণে হয় প্রভাত ফেরি।
পালিত হয় মাতৃভাষা দিবস
আমার রক্তাক্ত বুকে পুতে একুশ
আমার কথা সভা সেমিনারে
মনে কি পড়ে ঘুণাক্ষরে?
শহিদ মিনারের গায়ে কেবল অ আ ঝুলিয়ে
প্রজন্মের মগজে ভিনভাষা বুলিয়ে
জুতা মেরে গরু দান
আমার ত‌্যাগের প্রতিদান!
যে বাংলার জন‌্য হৃদয়ে রক্তক্ষরণ
সে বাংলাকে ভুলে
কলঙ্কের নিন্দিত কিনারে আমাকে
দিয়েছ বিসর্জন।
আর তোমার শ্রেষ্টত্ব ও অহংকারের দুয়ারে
ঠাঁই দিয়েছ ভিনভাষা।
হে বঙ্গ সন্তান, আমার আত্মজ
আমার রক্তবীজে জন্মে
আমারই সাথে এ কেমন নাফরমানি?
২৭-১-২০১৭