(কবি রুনা লায়লাকে উৎসর্গকৃত)

ভালোবাসার রঙ রয় না চিরকাল
আষাঢ় গেলেই যেমন করে বিবর্ণ হয়
কৃষ্ণচূড়ার ডাল।
তবুও মানুষ ভালোবাসে হৃদয়ের রঙ ঢেলে
রোদে পোড়া ঘাসও জেগে ওঠে
ভালোবাসার জলে।

ভালোবাসার রঙে মিশে রাধাচূড়ার লাল
প্রিয়তি তোমার ভালোবাসা
বেঁচে থাক চিরকাল।

২৭-২-২০১৭