সাবাস বাংলাদেশ!
বিশ্ববাসীর কাছে আজ এক মহা বিস্ময়
১৩৬তম আইপিইউ সম্মেলন
সফল ভাবে বাংলাদেশে হয়।
জাতিসংঘের পরে এক বৃহৎ সংগঠন
আইপিইউ তথা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন।
এক গর্বিত বাঙালি, বাংলার এক সূর্য সন্তান
সাবের হোসেন চৌধুরী এমপি
সংগঠনের চেয়ার পার্সন।


বহু দেশের বহু ভাষার দেড় সহস্রাধিক
অতিথির পদভারে মুখরিত ঢাকা
দেখে গেল জেনে গেল সন্মুখে ধাবমান
বাংলাদেশের উন্নয়নের রূপরেখা।
গোটা বিশ্বের বড় বড় নেতা
থিঙ্কটেঙ্ক সমাজের মাথা
সবার চোখে মুখে শুধুই বাংলাদেশ
বাংলাদেশের কথা।
কেউ স্পীকার, কেউ ডেপুটি স্পীকার
কেউ এমপি, কেউ সেক্রেটারীজ এডভাইজার
কেউ সাংবাদিক, কেউ অবজারভার
বর্ণ, ভাষা ও সংস্কৃতির বৈচিত্রে ভরপুর
জমজমাট এক মিলন মেলার
সফল আয়োজন, সফল সমাপ্তি দেখে
সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে রয়,
জঙ্গিবাদের হুঙ্কারে বাংলাদেশ
মাথা নোয়াবার নয়।


বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ
চলছে আজ শেখ হাসিনার হাতে
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দুর্বার
উন্নয়নের মহা স্রোতে।
আজ আমি বলতেই পারি গর্ব ভরে
বাংলাদেশ পেরেছে, বাংলাদেশ পারে।
আমার গর্বের বাংলাকে আমি বড় ভালোবাসি
আমার গর্ব আমি বাঙালি, এক গর্বিত বাংলাদেশী।
মোরা এক ঝাঁক কর্মী দেশের তরে নিবেদিত প্রাণ
আমাদের আছে প্রত‌্যয়, শক্তি, সাহস, উদ‌্যম অফুরান।


আমাদের প্রেরণা ড. শিরিণ শারমীন চৌধুরী এমপি
জাতীয় সংসদের মাননীয় স্পীকার,
সবাই মিলে এক সাথে, আগামীর পথে
দেশের কল‌্যাণে কাজ করে যাবো
এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।
৭-৪-২০১৭