ফুলের সৌন্দর্য নাকি পতঙ্গের জন্য।
আমি গোলাপ হতে না পেরে-
পতঙ্গ হতে না পেরে
হৃদয়ের ক্যানভাসে আঁকি ফুল
ফুলের ওপর আঁকি অজস্র পতঙ্গ।
পতঙ্গের চোখ নিজের দুচোখে
সেট করে দেখি
লক্ষ-কোটি কোষে জীবনের খেলা।
অতঃপর আত্মপ্রবোধের সাথে বলি-
জীবন মানেই- এরূপ অজস্র অবহেলা!
১৩-০১-২০২১