বুলবুলিটা বাঁধলো বাসা অন্য গাছের শাখে
হৃদয় দিয়ে সারা জনম বাসলাম ভালো যাকে।


আমার এখন বিরূপ সময়- পাতা ঝরার দিন
শূন্য শাখে ঝরা পাতার বাজে করুণ বীণ।


ক্লান্ত পথিক আসে না আর আমার ছায়া তলে
বিজন প্রান্তে সুজন বুকটা ভাসাই নয়ন জলে।


পাখিরা তো করে না আর কিচিরমিচির গান
খা খা করে বুকটা যেন শূন্য মরুদ্যান।


মৌ-মাছিরাও শোনায় না গান মধুর গুঞ্জরণে
রাধা-কৃষ্ণও আর আসে না আমার কুঞ্জবনে।


আমার বুকে বসে না আর প্রজাপতির সভা
দিবাকরও ছড়ায় না আর হাজার রঙের প্রভা।


সুসময়ে সাথী সবাই অসময়ে নাই
শীত এলেই তো স্বার্থপরের পরিচয়টা পাই।


সব হারিয়ে আমি যখন পাতা ঝরা বৃক্ষ
জনম সাথী দুঃখে ভরা নীল অন্তরীক্ষ।
২৫-৭-২০১৮