রেলের চাপায় কত যে মানুষ মরে
পথে পড়ে থাকে কিছু রক্ত কিছু শোক
বগিতে বগিতে দুর্নীতির ছাপ আঁকা
নির্বিকার কোন কারণে রেলের লোক?
টিকেট মিলে না তবুও বছর শেষে
লোকশান হাজার কোটি ছাড়ায়
জেল জরিমানা সবই তো আছে ঠিক
সাধারণ জনতা চড়ে যদি বিনা ভাড়ায়।
ডিজিটাল দেশে ডিজিটাল টিকেটের বুথ
নেই কেনো তার স্টেশনে স্টেশনে
প্রশ্নবোধক চিহ্নরা উঁকি দিয়ে যায়
এ দেশের মানুষের দারিদ্রপীড়িত মনে।
বরাদ্দ বাড়ে বাড়ে না সেবা রেলে
যদিও রেলের চাহিদা রয়েছে খুব
বসের কাছে লসের গল্প শুনে কত আর
বললে ধমক খাবো-“থাক বেটা থাক চুপ।”
০১-০৮-২০২২