(একুশ শব্দের আবর্তনে অক্ষরবৃত্তে রচিত)


৫১
ধার করা সংস্কৃতির স্রোতে ভেসে ভ্যালেনটাইনে
খুঁজছো গোলাপ
শুনছো না কী বলছে শিরায় প্রবহমান খুন;
অথচ শিমুল ঠিকই শুনেছে, এসেছে ফাল্গুন।


৫২
ভ্যালেনটাইন মোড়কে ভরছে বেনিয়ার
বেঢপ পকেট;
আমার পেটের উনুনে জ্বলছে ক্ষুধার আগুন।
আশ্রিত'র এতই কদর, আজ বঞ্চিত আত্মজ;
ঐতিহ্যের আটই ফাল্গুন!


৫৩
জীবন উৎসর্গ করা ভালোবাসা
হয়ে গেছে আজ বেচৈন বেহায়া
ভ্যালেনটাইন
বাগানে বাগানে পরিচিত কৃষ্ণচূড়ার বদলে
দাঁড়িয়ে থাকতে দেখি আমদানিকৃত
বিবর্ণ পাইন।


৫৪
বাংলা ভাষা, শহিদমিনার, রক্তজবা
পলাশ শিমুল
আটই ফাল্গুন, কৃষ্ণচূড়া, প্রভাতফেরির গান
আমাদের। অন্যসব বাদ। আমাদের যা, তা
দিয়েই ভাসাবো হৃদয়ের উপকূল।
১৫-০২-২০২১
.................................................