১৩
জ্যোতির্ময় চোখে
আকাশে নক্ষত্র
দেখা যায় যত
বুকের ভেতর
তার বেশি ব্যথা
জমা আছে ক্ষত!


১৪
তোমার পৃথিবী
তুমিই সাজাও
হে আমার রব
মৃত্যুর মিছিল
থামিয়ে আবার
ঠিক করো সব।


১৫
শ্যামের বাঁশির
টানে রাধা যায়
গঙ্গার কিনারে
তব লাগি আমি
বেঁধে রাখি ঘর
মনের মিনারে!


১৬
ফোটে বাগে ফুল
আসে অলিকুল
গায় তারা গান
মুগ্ধ হয়ে দেখি
কত কাব্য লেখি
সুখে নাচে প্রাণ!


১৭
মাধবীর বুক
কী যে অপরূপ
ওই তো দেখেছি
মিটিলো পিয়াস
তার মিষ্টি বাস
গায়েও মেখেছি!


১৮
ও আমার দেশ
ও আমার মাতা
তোমাকে প্রণাম
তোমাকে লভিতে
করা যে হয়েছে
কঠোর সংগ্রাম।


১৯
রাখিও এ ধরা
খুব মনোহরা
এটাই আরতি।
ও আমার জুঁই
জারুল পারুল
মাধবি মালতি।
(৬ পদী ও ৬ অক্ষরা)
১৯-০৪-২০২০