দুর্ভাবনা অনুভাবে
বঞ্চনার ওই অনুতাপে
কন্ঠে বাজে
করুণ বাঁশির সুর
টের পেলাম না
কখন এলো
সকাল কেটে
বিষন্ন দুপুর!


অবহেলায় যাচ্ছে কেটে
স্বপ্ন সুখের দিন
পুঁজিবাদীর ভরছে গোলা
দিনে দিনে বাড়ছে হাজার
সাম্যবাদীর ঋণ।


আশায় থাকি যে দিন বাকি
সামনে যেন বিমুক্তির সুখ পাই
সব ভুলে তাই
হাজার দুঃখেও
সাম্যের গান গাই।


বিপ্লবীরা জেগে ওঠো
নাও কেড়ে ওই
ভাগ্যের ঘরের চাবি
বিমুক্তির দ্বার
দাও খুলে আজ
শোষিতের এই দাবী।
১৯-১-২০১৯