ধূসর
কুয়াশা ঘেরা
বৈচি বাগানে কতদিন
কামনার জলে ভিজে হেঁটেছি
দুজন দুজনার হাতে হাত রেখে
আকন্দ বনের আড়ালে দাঁড়িয়ে জড়িয়ে ধরে
উষ্ণ আলিঙ্গনে সারসের মতো ঠোঁট থেকে ঠোঁটে
শুষে নিয়েছি অমৃত আদিম উচ্ছ্বাসে মাতাল হয়ে।
সন্ধ্যার অন্ধকারে নিয়ন বাতির মৃদু আলোয়
বসে বলেছি জীবনের কত ছেঁড়াফাঁড়া
আহ্লাদ আবেগের কথা। তোমার
এসব শোনার এখন
নেই আর
অবসর!
৭-১০-২০১৯