পথ কতদিন আর পায়ের ছাপ ধরে রাখে;
শিশিরের জন্য কতদিন আর জলের বিছানায়
পদ্মপাতার বুক বিছিয়ে রাখে?


সব চিহ্ন মুছে যায় একদিন। মুছে দিতে সবাই সিদ্ধহস্ত
দাগ ধরে রেখে বেদনায় মরে যাওয়া থেকে ছেড়ে দিয়ে
নির্ভার হতে সবাই ব্যতিব্যস্ত।


ভিমরুলের চাকের মতো, উইপোকার ঢিবির মতো
শিল্পীত বেদনার যে বেহুলা বাসর তুমি রেখে গেছো
কেবল আমিই তা ভাঙতে পারি না। মুছতে পারি না-
চিবুক থেকে পুরনো চুম্বনের চারু চিহ্ন। মুছতে গেলেই-
স্মৃতির সুতানালীসাপ আমার দুহাত পেঁচিয়ে ধরে।
২৭-১১-২০২৩