বক্ষ খুলে দিলাম করে দিন গুলি
অতৃপ্ত আত্মা যাক দেহ ছেড়ে
মুছে যাক যন্ত্রণার দিনগুলি!



দুনিয়াটা ভুলে গেলেও, ভুলো না তো মাকে
মাকে ভালোবাসলে প্রভু ভুলবে না তোমাকে।



ভালোবাসা পেতে ছোঁও হৃদয়; কান না।
হৃদয় ছুঁতে ব্যর্থ হলে; করো না কান্না।



ডেকেছিলাম তাকে; চোখের ভাষা বোঝেনি- ও।
তুমি কি বোঝ চোখের ভাষা?
বলতে পারি না মুখে, “ভালোবাসি”; বোঝে নিও।

বেহুলা বসন্ত, মাতাল হাওয়া, মন আনচান করে
জানো কি জানুকি
মনে পড়ে, কেবল তোমাকেই মনে পড়ে!



আমি তো আর ধাতুর গড়া যন্ত্র না
সইবো কত বেহিসেবি যন্ত্রণা!



‘বয়স্কাউট’ সবাই জানে ইংরেজি এক শব্দ
মাঝখানে ফাঁক ‘বয়স্কা উট’ লিখলেই হবেন জব্দ।



মিথ্যা বলতে পারিনি- তাই
আমার ওপর ক্ষেপে গেলো নিতাই!



ওরে ও মদনা, দুধ খা, মদ না।
জানি তুই এতটাই বদ না
মদ খেতে বেচে দিস লোটা কম্বল বদনা!


১০
বর্ষাতি এলো ওই দুলে চলে মেঘনা
চিলেকোঠায় রোদ চাই, মেঘ না।


১১
মধুমেহ আছে তার তাই সব খান না
দাদঠাকুর চৌধুরী, উপাধি তার ‘খান’ না।


১২
ঝুমুর ঝুমুর মল বাজে বিছা না
জল পড়ে ভিজে গেলো বিছানা!


১৩
বলছি শোনো গল্প কিন্তু মিছা না
ভয়ে খুকু জলে ভাসায় বিছানা!
আরশোলাতে ভয় তার বাঘ কিংবা বিছা না।


১৪
ভাদ্র মাস, কিনছে মা তাল
তালের রসে সবাই মাতাল!
হাঁসের পা চলছে তালে
মাতাল সবাই হাসপাতালে!


১৫
জানি তারে পাব না, এও জানি একদিন যেতে হবে পাবনা!
ভাব না জমলেও সে-ই আমার সারাদিনের ভাবনা।