নারী
কোথায় তোমার বাড়ি
কেমন আছো কে রাখে কার খোঁজ
মরার আগেই মরে হতে হয় কাক শকুনের ভোজ!


শরীর তোমার পড়ে থাকে ঝোপে
মানবতা অনেক আগেই হয়েছে নিখোঁজ
মানুষ তো মরে একবার তুমি খুন হও রোজ রোজ!


জেগে ওঠো নারী প্রবল প্রতাপে
ভেঙে দাও শকুনের শিরদাঁড়া
বারবার এভাবে না মরে একবার মরো
তাদেরকে মেরে- প্রতিদিন তোমাকে মারছে যারা।


মারো এবং মরো সাহসে সাহসিকা
শকুনের নিকট বশ্যতা নয় আর
পালাবার পথ খোলা নেই; পেছনে দেয়াল
সময় এখন দোর্দণ্ড প্রতাপে সকল বিপদ রুখে দাঁড়াবার।
০৫-০২-২০২০