একাকী দুপুর        পাতার নূপুর
           ঝুমুর ঝুমুর বাজে
উদাসিনী মন        লিচু ঝাউ বন
          ছুটি নিলাম কাজে।


লিচুর শাখায়        হাওয়ার পাখায়
          খাই দোল হর্ষে
কারুপল্লীর ঐ       চারু শিল্প দেখে
        মনে সুখ বারি বর্ষে।


সোনাবিবি নাম     শান্ত শীতল গ্রাম
       হাতছানিতে যে ডাকে
মেঘনার জল        বহে কলকল
       সোনারগাঁয়ের বাঁকে।


পানাম নগর         ইট খসা ঘর
     কালের সাক্ষী হয়ে রয়
হাজার বছর পরে   এই প্রান্তরে
    বাংলার ঐতিহ্য কথা কয়।


সোনারগাঁয়ের       সোনালী হেরেমে
      ঘঙুর বাজে নিশুতি রাতে
পাখির কাকলি      পত্র পুষ্পকলি
        ঘুম ভাঙায় প্রভাতে।


ছায়া ঢাকা গ্রাম      মায়া মাখা নাম
      রূপের যে তার নাই শেষ
কাজের অবসরে    দেখলাম ঘুরে
     এক খণ্ড রূপসী বাংলাদেশ।
            ১৯-২-২০১৮