ভ্রমরের রং কতো কালো, তবুও তো তার দিকে চেয়ে থাকি;
নিজেকে আড়াল কেন করো; তোমার গায়ের রং তারচেয়ে কালো নাকি?


এসো হাঁটি হাত ধরে, বাতাসে উড়াও মেঘের মতোন কালো চুল;
এসো সাদরে সেলাই করি, মনের মাকুতে হাতের আঙুল।


ভয় নেই, আমার স্যালাইভাতে মুছবে না চোখের কাজল;
চুম্বনে চুম্বনে আরো গাঢ় হবে, হবে আরো অধিক প্রাঞ্জল।


তোমার শরীর জুড়ে ভরপুর কারুকাজ, ভাঁজে ভাঁজে শব্দফুল;
ডুবে যেতে কালো জল দিঘিতে, জানো না আমি কতটা ব্যাকুল।


এসো, আরো কাছে এসো নারী, কামনার নদী ভরপুর আজ;
হৃদয়ের ক্যানভাসে অধরের ব্রাশে আঁকো, সাদাকালো কারুকাজ।


কালোর জড়তা শুষে শুষে যত বড় হবে চারকোল ঋণ;
অপরিশোধের দায়ে আমাকেই করে নিও তোমার অধীন।


দেখোনি অঙ্গার - হাঁপড়ের ফুয়ে, কেমন ফুটায় আগুনের ফুল;
রক্তকরবী তুমিও হয়ে যাবে, ছুঁয়ে দিলে আমার আঙুল।
১২-০৮-২০২২