মানুষের স্বপ্ন ভাঙছে-মন ভাঙছে যমুনার ভাঙ্গনের মতো;
জীবন চলার পথে ক্রমশ জমছে মরু বালুচর।
দিগন্তরেখায় দেখা যায় বিষন্নতার পদছাপ
আকাশের বুকে ভেসে ওঠে বিপদ সংকেত
বাতাসের কানে বাজে নিস্তব্ধ নির্জন হাহাকার।


সড়কে মড়ক মহামারী-মৃত্যুর মিছিল মর্গে মর্গে
হিমঘরে জমে থাকা লাশের বিশাল স্তুপ-দেখি অবিরত
হৃদয়ের কোণে গড়ে ওঠে বিষাদের শহর অবহেলায়।
বুকের গহীনে জমা করে রাখি শত অভিমান-
চোখের জলের ধারা জমে অলক্ষ্যে বরফ হয়-
পাথর চোখে চেয়ে- চেয়ে দেখি একেকটি তাজা
প্রাণের অকাল বিনাশ। এই বিনাশ দেখে
কেউ কেউ হাসে-চোখে ভাসে সেই বিভৎস হাসির
নিলাজ চারুপাঠ। প্রিয়তমার মুচকি হাসি
হৃদয়ে জাগায় শিহরণ-কিন্তু কারো কারো এমন কদর্য
হাসি করে মানবিক অত্যাচার।


আর কত মায়ের বুক খালি হলে-আর কত
অশ্রু গড়ালে মিটবে তোমাদের রক্ত পিপাসা-
সিক্ত হবে তোমাদের পাষাণ অন্তর-বন্ধ হবে
প্রাণ কেড়ে নেবার নিলাজ উৎসব!
৩১-৭-২০১৮