শরৎ এসেছে চুপিসারে-
শেফালির ভাঙেনি এখনও ঘুম
ঘাসের কপালে লাগেনি শিশিরের আর্দ্র চুম।
বিরহী বকুল কেবল ঘুমটা টেনে সবে
চৌকাঠে রেখেছে কোমল পা
কদমের চোখ থেকে এখনও মুছে যায়নি
শ্রাবণের ধারা। কেয়ার কাঁপন থামেনি-
থামেনি যুথিকার শিহরণ। মধুপের
উষ্ণ আলিঙ্গনে লাজুক হাসনাহেনা
অসূ্র্যস্পর্শা রমনীর মতো করে
শশীকরের কাছে অসহায় আত্মসমর্পণ।
শরৎ ব্যস্ত শেফালির ঘুম ভাঙানোতে;
শরতের প্রেমে আকুল শেফালি ব্যতিব্যস্ত,
ওঠোনের ঘাসে সাজায় শারদ বাসর।
নচেৎ যাবে বৃথা শরতের সাথে শেফালির
জন্ম-জন্মান্তরের প্রেম; সখ্যতা।
সফেদ ওড়নার ভাঁজ খোলে শেফালি
শরতের বুকে ঢেলে দেয় তার জমানো
সব সুধা, সব প্রেম, সব ভালোবাসা
প্রকৃতির অধরে ফোটে তৃপ্তির হাসি।
২০-৮-২০১৮