(৮/৮/১০ মাত্রার আবর্তনে রচিত)


অন্ধকারে ঢিল যে ছুঁড়ে
নষ্ট হাতে জীবন খুঁড়ে
হয় না যে সে মোটেই মানুষ ভালো
জীবন নদীর জটিল বাঁকে
জড়িয়ে রাখে মিথ্যেটাকে
কোনোদিনও পায় না সত্যের আলো।


জলের ওপর টানলে রেখা
যায় না নতুন পথের দেখা
যায় না জীবন বাস্তবতার কাছে
চতুর শিয়াল মুখোশ পরে
ঢুকলে লোকের খামার ঘরে
সম্মান ও লেজ হারাতে হয় পাছে।


দিকনা যতই মেঘের ধমক
দেখাক যতই বিজলি চমক
থেকো না আর অলস ঘরে বসে
বাধার পাহাড় ঠেলে ঠেলে
পাঁজর খুলে আগুন জ্বেলে
সত্যটাকে ধরতে হবে কষে।


আসুক যতই কৃষ্ণ প্রহর
গড়ুক যতই ব্যথার শহর
তাকিয়ে থেকো সত্যান্বেষী চোখে
কাটবে শ্রাবণ আসবে ফাগুন
নিভবে মনের সকল আগুন
ভরবে যে ঘর আলো এবং সুখে।
০১-০২-২০২১