অপরূপ মায়াদীঘি
তার টলমলে ঘন স্বচ্ছ জলে স্বপ্নের শ্যামল
শয্যা পেতে রাখে পদ্মপাতা।
শ্বেতপদ্মের শরীর চুঁইয়ে পিটির পিটির শিশির
ঝরে পড়ে রাত্রির জঙ্ঘায়।


তরল জলদর্পনে ভেসে ওঠে জীবনের প্রতিচ্ছবি
চাওয়া পাওয়ার রেওয়ামিলে বিস্তর গড়মিল
ঝরা পাতার মর্মর শব্দে বিহাগের সুর
টাপুরটুপুর খসে পড়ে ক্ষয়ে যাওয়া সময়!


হেমন্তের মাঠে ছড়িয়ে-ছিটিয়ে থাকা
আটপৌড়ে জীবনের জটিল হিসেব
বাস্তবতার ভগ্নাংশ খুঁটে খায় চঞ্চল চড়ুই।


সময় ফুরিয়ে যায়, জীবন ফুরিয়ে যায়
স্বপ্ন থেকে যায় পদ্মের শয্যায়
ফোটে থাকা দুটিমাত্র শ্বেতপদ্ম, তাও
অনন্ত সময় ধরে থেকে যায় স্পর্শের বাইরে!
৯-১২-২০১৯