ম ম জামান


বিশ্বাসের ক্ষুরধার ছুরিতে আঁধার কেটে কেটে
বহুদূর পথ পাড়ি দিয়ে এসে যেখানে থেমেছি
সেটা আমার গন্তব্য ছিলো না। চেয়ে দেখি
ভুল পথে হেঁটে হেঁটে ঢুকে গেছি অসত্যের মোহনায়।


এই আমি পথহারা পথিকের চোখে
কামড়ায় ভুলের করাত
কষ্টের কামড়ে চোখ হয়ে ওঠে
ট্রাফিক সিগনালের রেড লাইট।


গ্রেনেড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে
বাংলাদেশ। ভুলে যাই পাপ, ভুলে যাই
জীবনের ধ্রুপদী সংলাপ
বেঁচে থাকাই বিপন্নকালের পরম চাওয়া।


হা করা ক্ষুধার্ত হাঙরের পেটে করি জীবনের সন্ধান
ভুলে যাই প্রেম কিংবা বিরহের গান
ফের ডুবে যেতে থাকি প্রদোষের ঘোর অন্ধকারে।


বাংলাদেশ হয়ে ওঠে প্রতিহিংসার আবাস
জীবনের উপদ্রুত উপকূলে গড়ে ওঠে
অসুরের অবাক আস্তানা। মানচিত্র জুড়ে
পড়ে থাকে ধর্ষিতা নারীর পোড়া লাশ।
৬-৫-২০১৯