অমূল্য এ জীবন আমার মূল্যহীনে বেচে
তোমার জন্য কুড়াই যে সুখ
জীবন সাগর সেচে।


বুঝলে না হায় ভালোবাসার মূল্য ছিলো কত
অবহেলার দহন জ্বালায়
জ্বাললে অবিরত।


আমার চোখের জলে মনের নিভে আগুন যদি
অশ্রু নীরে তোমায় শীতল
করবো নিরবধি।


দহন তাপে ক্ষয়ে ক্ষয়ে ঝরবো অবিরল
বুকের রক্তে দেবো ধুয়ে
তোমার চরণতল।


সবটুকু সুখ তোমারই থাক না-ইবা পেলাম আমি
সুখের চেয়ে ভালোবাসা
অনেক বেশি দামী।


তাই তো আমি চাই না যে সুখ চাই যে ভালোবাসা
অথই ব্যথায় যতই জীবন
হোক না সর্বনাশা।
২৫-১-২০১৯