সুখে আছি মুখে বলি - আছি বেশ ভালো
হাসি দিয়ে কাশি ঢাকি, চোখে নেই আলো।


চারিদিকে দেখি আঁধার, পথ দেখি রুদ্ধ
অভাবের সাথে করি, প্রতিদিন যুদ্ধ।


চোখ বুজে সুখ খুঁজি, পাইনি যে আজো তা
হিয়া তলে শুধু জ্বলে, আগুনের চিতা।


বাহিরেতে দেখে সবে, ভিতরে কেউ দেখে না
আছে কে আর দেখে আমার, হৃদয়ের শত ঘা!


কেহ যদি যায় খোলে হৃদয়ের বন্ধন
দূরে থেকে শোনে কি আর, ভিতরের ক্রন্দন?
২৭-৯-২০১৮