কেন এত কঠিন তুমি কেন এত করছো হেলা
এখনও খেলার অনেক বাকি শেষ হয়নি বেলা...
গোধূলির চোখে রঙ বিষণ্ন সন্ধ্যায় যায়নি ঢেকে
খোলো দ্বার কত আর হবো ক্লান্ত তোমায় ডেকে ডেকে...
সেদিনের সেই স্মৃতিগুলো এখনও চোখে ভাসে
শেফালির মতো পেতেছিলে শয্যা শিশির ভেজা ঘাসে...
কেন এত অভিমান- হলো না তা আজও জানা
প্রজাপতির রঙিন ডানায় স্মৃতিরা দেয় হানা...
নিয়ন আলো রবীন্দ্রসরোবর আগের মতোই আছে
কবরীর ঘ্রাণ সেও আছে শুধু তুমি নেই কাছে...
কোন বাহানায় গেছো দূরে আমাকে ফাঁকি দিয়ে
আজও আমি আছি বসে তোমার স্মৃতি বুকে নিয়ে...
শরত গেলো হেলায় হেলায় হেমন্তও যায় যায় করে
সকাল সন্ধ্যায় সোনার কন্যা তোমায় মনে পড়ে...
মনে পড়ে আর দুচোখে অঝর ধারায় অশ্রু ঝরে
পলিমাটি মন এতটা পাষাণ হলে কেমন করে...
মনে পড়ে আজও- তোমায় ভীষণ মনে পড়ে
এখন না হয় এলে, এসো কোনো এক অবসরে...
ভুলে গেছো যাও- যদি সুখ পাও হৃদয়ে নাইবা মেশো
ভালোবাসা মোরে নাইবা দিলে তবুও তুমি এসো...
২১-১০-২০১৯