[কবি রহমান মুজিবকে নিবেদিত]



ধান কাটা সারা
চাষীরা দিশেহারা
মূল্যের পতনে
কারো মুখে নেই ভাষা
দেয় না কেউ বাঁচার আশা।



এসেছে আষাঢ়
বৃষ্টিহীন বসুন্ধরা
কাটেনি খরা
মানুষের অত্যাচারে
প্রকৃতিও আধমরা।



মদিরা শ্রাবণ
সোহাগে ঢালে গায়ে
প্রমোদের প্লাবন
ভিজে অঙ্গ ভিজে মন
জাগে অদ্ভুত শিহরণ!



মেঘ হয়ে ভাসি
সাদা সাদা মেঘ
ঝরার জমিন কই?
হৃদয় গহীনে উদ্বেগ
আজীবন পরবাসী।



ঝড়ের পূর্বাভাস
তুমি মাটি আমি ঘাস
তোমাতে শেকড়
নির্ভয়ে নুয়ে পড়ি
তোমার বুকে; পালায় ঝড়।



সর্বত্র খরা
বড় তৃষ্ণার্ত ধরা
জল ঢালো আকাশ
অঙ্গে বহাও সুখ কলকল
হোক শীতল উষ্ণ নিঃশ্বাস।
২৩-৬-২০১৯