অলিন্দের কপাট খুলে দেখি পাপিষ্ঠের জলসাঘর...


নিলয়ের কপাট খুলে দেখি মানবতার প্রাগৈতিহাসিক কবর...


মগজের ভেতর নাশকতার শলাপরামর্শ চলে রাতভর...


শিরায় শিরায় প্রবহমান রক্তস্রোতে অজস্র খুনীর সদর্প বিচরণ...


সমস্ত সত্তা জুড়ে ঘোর অমাবস্যার অন্ধকার
আত্মাকে শাসন করে অরাজক সময়...


স্বপ্নগুলো লুকিয়ে থাকে নিউরোকোষের প্লাজমায়
ভয়ে জড়সড়, গভীর শঙ্কায়...


তবুও স্বপ্নরা থেকে যায়, চিরদিন থেকে যায়
বিশুদ্ধ মানুষের আগমন আশায়...
১২-১০-২০১৯