খোকার মুখে
প্রথম যেদিন শুনতে পেলাম বাবা ডাকের বাংলা বোল
সেদিন দেখি ধরার মাঝে চাঁদের কণা খাচ্ছে দোল।
গাঁয়ের বাটে উদাস বাউল মনের সুখে গায় যে গান
একতারাটার মধুর ঝংকার শীতল করে তপ্ত প্রাণ
গাছে গাছে ফিঙে নাচে, নাচে শালিক বুলবুলি
মায়ের ভাষায় কথা বলে যাচ্ছিলো সে দিনগুলি।


আমার মায়ের
প্রিয় ভাষা কেড়ে নিতে যেদিন তারা দেয় হানা
ক্ষিপ্ত তরুণ ভেঙে দিলো পাক হায়েনার আস্তানা
নিজের জীবন বাজি রেখে রাখলো ধরে ভাষার মান
সালাম বরকত রফিক জব্বার লক্ষ তরুণ নওজোয়ান
রক্তমাখা বর্ণমালা তাদের দানেই পেলাম আজ
বুকের মানিক বলি দিয়ে পরলো যারা শোকের সাজ!


আজকে আবার
ছুঁয়ে খোকা শপথ করে রক্তমাখা সেই মিনার
বাংলা আমার জীবন মরণ বাংলা সুরের তার বীণার
আবার যদি কেউ হানা দেয় ভেঙে দেবো তাদের ঘাড়
ছাড়বো না মা, তোমার তরে মরবো হেসে বারংবার
চোখের পানি মুছো মাগো হাসো পলাশ লাল হাসি
তোমার ব্যথা সয় না মাগো তোমায় যে খুব ভালোবাসি!
২০-০২-২০২০