৬৭
যুদ্ধের বাংকারে যখন লুকিয়ে যায় ভালোবাসা
তখন কামানের নলের মুখে জমে বিষণ্নতার বারুদ।
হৃদয় পোড়া ছাই কেমন করে গড়ে প্রতিরোধ!
০৮-১১-২০২০


৬৮
বিষণ্ণতার জমজমাট হাট বসে হৃদয়ের ফুটপাতে
যন্ত্রণার ফেরিঅলা জোরে হাঁকে নিশিরাতে
বিষাদের উৎপাতে-
একবুক জ্বালা নিয়ে জেগে থাকি চন্দ্রপ্রভা হিমরাতে!
০৮-১১-২০২০


৬৯
পুড়তে পুড়তে  হয়ে গেছি ছাই
আমায় পোড়ার ভয় দেখায়ো না-
পোড়ার ভয় আর মোটেই নাই
আগুনের জিভের ডগায় নিজেকে উড়াই!
০৮-১১-২০২০


৭০
হৃদসরোবরে ফোটা পদ্মের মতন প্রাণাধিক
প্রিয় যে ছিলাম এতোকাল
বুকে জড়িয়ে করেছ আদর-
এখন শুকনো পাপড়ি-ভাবছো উঠানের উচ্ছিষ্ট জঞ্জাল!
০৮- ১১-২০২০


৭১
পুরনো ছাদের কার্নিশে জন্মানো অবহেলিত-
আগাছা আমি। ঝুলে থাকি দিন-রাত নিরন্তর।
আমি দিই সামান্য শিশির। ছোঁয় না তোমাদের চোখের প্রান্তর!
০৮-১১-২০২০


৭২
আমি ঘাসফুল-
মনের মতন ধরণী সাজাই
ফুলদানি সাজাতে পারি না তোমাদের-
পদপিষ্ট হয়ে উদ্যানেই মরে যাই
আমার কোনোই দুঃখ নাই।
০৮-১১-২০২০


৭৩
বেদনার পরিপুষ্ট বীজ বৃক্ষ-পত্রে ভেদ করে বুকের পাঁজর।
বিষফল ভয়ে পাখিরা পালায় পারিজাত উদ্যানের ঠিকানায়।
আমি চেয়ে থাকি অনন্তের শূন্যতায়!
০৮-১১-২০২০


৭৪
চুম্বনের চাবি দিয়ে খুলে দেখি গোপন কক্ষের কপাট
জগতের বিস্ময় সকল সেখানে রয়েছে জমা
মদিরা প্রপাতে স্নানরত নিরাভরণ অনুপমা!
০৮-১১-২০২০


৭৫
বয়সের বলিরেখা বিষণ্ণতার জংশন কপোলে কপালে
ওপারের ট্রেন সহসাই ছাড়বে স্টেশন-বাজে হুইসেল
লাইনম্যানের লাল ফ্ল্যাগ নামছে-ওঠছে গ্রিন সিগন্যাল!
০৮-১১-২০২০