(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আমার ছেলের ক্লাসমেট উখেইন নো রাখাইন ২৭-৭-২০১৯ তারিখ ডেঙ্গু আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারায়। তার এই অকাল মৃত্যু আমার মধ্যে যে শোকের সঞ্চার করেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কবিতায় তো নয়ই। তার পরও মনের আবেগকে ধরে রাখতে না পেরে বুকে কষ্টের চাপ কিছুটা লাঘব করতেই কলম ধরতে হলো। আমার যে কষ্ট হচ্ছে না জানি তার বাবা মার কত কষ্ট হচ্ছে! বিধাতা তাদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন।)



পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈতক কক্সবাজারের
অনিন্দ্য সুন্দর বেলাভূমি বায়ুচাপে মৃদু কম্পমান সমুদ্রের
সাদা ফেনা থেকে ওঠে এলো ভেজা
চুলের উখেইন নু রাখাইন।


প্রতিভার স্ফুরণ ঘটালো অকস্মাৎ
যেমন ঘটায় আকাশের উল্কা, ঠিক
খসে যাওয়ার আগে।


ঘনো বনে সটান দাঁড়িয়ে থেকে দুটি বৃক্ষ
ঠোঁটে ঠোঁট ঘষে কথাও বলল কিছুক্ষণ;
দূর হতে মনে হলো সবুজ পাতার রাজ্যে
সবেমাত্র উঁকি দিলো দুটি নতুন গোলাপ।


যে গোলাপের মাধুর্যে কতগুলো পতঙ্গ তাদের
চোখ থেকে টেনে বের করে আনলো অকাল
সন্ধ্যার নিকষ অন্ধকার, তাকে কেউ আর
খুঁজেই পেলো না।


তারপর উপগত হলো বিষণ্নতা সান্ধ্য বিছানায়।
এইমাত্র যে গোলাপ হৃদয়ে জাগালো অমল বিশ্বাস
চেখের নিমেষে কেমন করে সে হয়ে গেলো দীর্ঘশ্বাস!


তার পদছাপ ধরে হেঁটে গেলো শোকের মিছিল
সাগরের বুক জুড়ে উখেইন নু শোকের
মর্মান্তিক মাতম জানি না কবে শেষ হবে!
২৭-৭-২০১৯