আমার বুকের জমিনে রোপিত কষ্টের বীজ
অঙ্কুরিত হয়ে সৃষ্টি হয় কবিতা-
যা একাকীত্বের শান্তিময় সাথী।
কবিতার হাত ধরেই
এগিয়ে চলি
সমুখে।
নিকষ
অন্ধকার থেকে
সযত্নে বের করি
জীবনের বিচিত্র অনুভূতির রঙ;
বাঁচার তাড়নায় করি ভাবনার আবাদ।
হয়তো আমৃত্যু আমাকে এভাবেই বাঁচতে হবে।
৬-১১-২০১৮