তোমার জন্য এক বসন্ত
একলা বসেই কাটিয়ে এলাম।
দেখতে পেলাম রঙের খেলা, ফুলের মেলা
সেই যে গেলে, আর এলে না।


গন্ধকুসুম চুলের খোপায় গেঁথে দেয়া
আর হলো না। বুকের ভেতর সুনামী ঝড়
উথাল পাথাল বান ডেকে যায়;
তপ্ত খরায় বুক ফেটে যায়।
দিন চলে যায় রাত চলে যায়
অষ্ট প্রহর ধূসর স্মৃতি দাগ কেটে যায়।
দহন জ্বালায়, নিঝুম রাতে ঘুম আসে না
মন বসে না কোনো কাজে। চোখ ভিজে যায়
তপ্ত জলে। তবু তোমার মন গলে না;
সেই যে গেলে, আর এলে না।


জলের তলে ঝিনুকগুলো মনের সুখে
মুক্তা বুকে নিথর ঘুমায়;
জলকল্লোলে কাব্য সাজায় আশায় আশায়।
স্বপ্নগুলো জোসনা ঝরায়, আবার পোড়ায়
শূন্য হৃদয়। কেউ দেখে না, কেউ বুঝে না।


ঝরা পাতার কান্না শুনে হই উদাসী
ভেঙচি কাটে চাঁদের হাসি।
বুকের ভিতর নষ্ট ব্যথার কষ্টগুলো
ঢেউ খেলে যায় চুপিসারে।
গোপন ব্যথা কেউ দেখে না, কেউ জানে না।


বউ কথা কও করুণ সুরে গান গেয়ে যায়
পাথর হৃদয় আর গলে না। সেই যে গেলে,
আর এলে না। ভাল্লাগে না, ভাল্লাগে না...
২০-৩-২০১৮