সোনারঙে সাজলো সারা মাঠ
বধূর বুকে মধুর অনুভব
কটকতারার গন্ধে মাতাল মন
পাড়া জুড়ে নবান্নের উৎসব।


নিশির শেষে শিশির ভেজা ঘাস
ধান কাউন ও সর্ষে রাঙা দিন
চাষির বুকে চন্দ্রকানন সুখ
অগ্রহায়ণ শোধ করে তার ঋণ।


ঘুমটা খোলে লজ্জাবতী ফুল
ফড়িং মাপে অনুরাগের জ্বর
ক্ষুধার ক্ষিতি ফুঁড়ে উঠলো ফুটে
সবার চোখে ভাতের সরোবর।
০৪-১২-২০২৩